en

জীবাশ্ম জ্বালানি কি এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার সম্পর্কে জানতে চাই?

উত্তর(১):- জীবাশ্ম জ্বালানি বলতে জীব থেকে সৃষ্ট জ্বালানীকে বুঝানো হয়ে থাকে। হাজার হাজার বছর পূর্বে বিভিন্ন গাছ এবং জীব জন্তু মাটি চাপা পরে তাপে এবং চাপে যে জ্বালানি তৈরি হয়েছে তাদের জীবাশ্ম জ্বালানি বলে। আমাদের পরিচিত কিছু জীবাশ্ম জ্বালানি হচ্ছে - প্রাকৃতিক গ্যাস, তেল ইত্যাদি।

জ্বালানী একটা দেশ তথা গোটা পৃথিবীর মূল চালিকা শক্তি। কলকারখানার উৎপাদন থেকে শুরু করে যেকোনো মোটর ঘূর্ণয়ণের জন্য জ্বালানী প্রয়োজন। তাছাড়া বিদ্যুৎ উৎপাদন করা এবং যানবাহন চলাচলের কাজেও জ্বালানী ব্যবহার করা হয়ে থাকে। মোট কথা শক্তি উৎপাদনের জন্য অবশ্যই জ্বালানী প্রয়োজন।

আরও জানুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো