en

সংস্কৃতির ভাল ও খারাপ দিক কি কি হতে পারে?

উত্তর(১):- ভালদিক
১.সংস্কৃতির মাধ্যমেই একটা জাতি সম্পর্কে ধারনা পাওয়া যায়।
২.জাতির ঐতিহ্যের ধারক বাহক হলো সংস্কৃতি।
খারাপ দিক
১.সংস্কৃতির কারনে অনেক জাতির মধ্যে ভেদাভেদ তৈরি হয়।
২.সংস্কৃতি রক্ষা করতে গিয়ে অনেক সময় হত্যাকান্ড পর্যন্ত ঘটে থাকে।

উত্তর(২):- সংস্কৃতির ভাল ও খারাপ দিক রয়েছে। ভাল দিক হলো সংস্কৃতি চর্চা করা, আগের সংস্কৃতি দেখে পথ চলা আর খারাপ দিক হলো এই সংস্কৃতি গুলো কে অপপ্রচার করা। সংস্কৃতি খারাপ হলে সামাজিকতা নষ্ট হয়।

উত্তর(৩):- সংস্কৃতির অনেক ভাল দিক রয়েছে যেমন,
১-এটি সভ্যতার শিক্ষা দেয়।
২-এটি একটি সমাজের পরিচয় বহন করে।
৩-এটিকে একটি দেশের সম্পদ হিসেবে ধরা হয়।
সংস্কৃতির আবার খারাপ দিক ও রয়েছে যেমন,
১-একটি সমাজের সংস্কৃতি আরেকটি সমাজে গ্রহনযোগ্য নাও হতে পারে।
২-এটির অসমতার ফলে অপসংস্কৃতি দেখা দেয়।
৩-অনেক সময় এটি অশ্নীলতা নিয়ে আসে।

উত্তর(৪):- ১.ভালো দিক হচ্ছে সংস্কৃতির মাধ্যমে অনেক কিছু শিখা যায় ।
২ খারাপ দিক হচ্ছে এর মাধ্যমে অনেক সময় অপসংস্কৃতি প্রবেশ করে ।

আরও জানুন:-

প্রশ্ন: দশটি জনপ্রিয় ইসলামিক সংস্কৃতির নাম

আদান-প্রদান ৩ অহংকার না... বিস্তারিত

প্রশ্ন: মানুষের মৌলিক অধিকার কয়টি ও কী কী?

খাদ্য, বাসস্থান, পোশাক,... বিস্তারিত

প্রশ্ন: চট্টগ্রাম বিভাগে জেলার সংখ্যা কয়টি ও কী কী?

রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্ধরবান,... বিস্তারিত

প্রশ্ন: গাজীপুর জেলার থানার সংখ্যা কয়টি এবং কি কি?

কালিয়াকৈর, কাপাসিয়া, গাজীপুর... বিস্তারিত

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো