en

গৃহপালিত প্রাণী থেকে মানুষ কি কি সুবিধা পেতে পারে

উত্তর(১):- গৃহপালিত পশু থেকে মানুষ নানা ধরনের সুবিধা পেতে পারে যেমন,
১-খাদ্যের চাহিদা পুরন করতে পারে।
২-অনেক গৃহপালিত পশু পোকামাকড় খায় যার মাধ্যমে মানুষ উপকারিত হয়।
৩-এগুলো বিক্রি করে আর্থিক চাহিদা পুরন করতে পারে।
৪-কিছু পশু হালচাষে কাজে লাগে।

উত্তর(২):- গৃহপালিত প্রানী থেকে মানুষ অনেক রকম সুবিধা পাই। যেমন গরু আমাদের দুধ দেয় আবার গরুর গোবর ভাল জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। কুকুর রাতে বাড়ি পাহাড়ে দেয়।

উত্তর(৩):- গৃহপালিত গরু থেকে মানুষ বিভিন্ন রকমের সুবিধা পেয়ে থাকে। যেমন:
গরু থেকে মানুষ দুধ পায়,আবার সেই দুধ বিক্রি করে মানুষের উপার্জন হয়।অর্থাৎ গরু মানুষের আয়ের উৎস।
আবার,মহিষ দিয়ে মানুষ চাষবাসের কাজ করে।
তাছাড়া আবার বিভিন্ন প্রাণী আছে যেগুলো মানুষের উপকার করে।।

উত্তর(৪):- ১। প্রাণিজ আমিষ ; গরু, ছাগল, ভেড়া।
২। জ্বালানী তেলের জৈব সার।
৩। অর্থনৈতিক উন্নয়ন; দুধ,মাংস বিক্রি ও জমি চাষ।
৪। শিল্পের কাচামাল; চামড়া, শিং, হাড়, ভেড়ার লোম।
৫। বংশবিস্তার।

আরও জানুন:-

প্রশ্ন: কোন গাছ মানুষ খায়?

শুনেছেন হয়তো। তবে... বিস্তারিত

প্রশ্ন: কোন গাছের পাতা খেলে মানুষ মারা যায়?

শরীর অত্যন্ত বিষাক্ত।... বিস্তারিত

প্রশ্ন: সংস্কৃতির ভাল ও খারাপ দিক কি কি হতে পারে?

পাওয়া যায়। ২.জাতির ঐতিহ্যের... বিস্তারিত

প্রশ্ন: মানুষের মৌলিক অধিকার কয়টি ও কী কী?

খাদ্য, বাসস্থান, পোশাক,... বিস্তারিত

প্রশ্ন: চট্টগ্রাম বিভাগে জেলার সংখ্যা কয়টি ও কী কী?

রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্ধরবান,... বিস্তারিত

প্রশ্ন: গাজীপুর জেলার থানার সংখ্যা কয়টি এবং কি কি?

কালিয়াকৈর, কাপাসিয়া, গাজীপুর... বিস্তারিত

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো