en

হাঁস ও মাছের মিশ্র চাষ পদ্ধতি কতটুকু লাভজনক হবে?

উত্তর(১):- মাছ এবং হাসের সমন্বিত চাষ পদ্ধতি খুবই লাভজনক। পুকুরে মিশ্র চাষ করলে মাছের জন্য আলাদা খাবার দিতে হয় না। হাসের বর্জ্য মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। আপনি যেটুকু জায়গায় মাছের চাষ করবেন ঠিক সেই জায়গার উপর হাসের চাষ করলে প্রায় দিগুণ মুনাফা করতে পারবেন। তাছাড়া, পুকুরের উপর হাস পালন করলে হাসের বিচরণের জন্য আলাদা কোন জায়গার প্রয়োজন হয় না। সব মিলিয়ে যেকোনো ধরণের সমন্বিত চাষই লাভজনক।

আরও জানুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো