en

ইরান ও ইসরাইল এর মধ্যে সংঘাত কোন কারনে?

উত্তর(১):- পৃথিবীর অন্যতম দখলদার ইসরাইল ফিলিস্থিন ভূখণ্ডে অবৈধ রাষ্ট্র গঠন করে আছে। ইসরাইল মুসলমানদের পবিত্র আল আকসা মসজিদ এবং জেরুজালেম দখল করে আছে। তাছাড়া প্রতিনিয়ত তাদের দখলদার কার্যক্রম বৃদ্ধি করেই চলছে। এ নিয়ে ফিলিস্থিনিদের সাথে ইসরাইলের সংঘাত চলেই আসছে। নিরস্ত্র ফিলিস্থিনিদের নিরবিচারে হত্যা করছে ইসরাইল।

এই নিয়ে আরব দেশগুলোর সাথে ইসরাইল বেশ কয়েকবার যুদ্ধে জরিয়েছে। এই সকল কারনে ইসলামী প্রজাতন্ত্র ইরান ইসরাইলের ঘোর বিরোধী শক্তি হিসেবে আবির্ভাব হয়েছে। ইসরাইল বিরোধী গোষ্ঠীগুলোকে ইরান সর্বাত্মক সমর্থন দিয়ে আসছে। বিশেষ করে ফিলিস্থিনের প্রতিরোধ আন্দোলন হামাস এবং লেবাননের হিসবুল্লাহকে ইরান সমর্থন দিয়ে আসছে। এর সকল কারনে ইসরাইল এবং ইরানের মধ্যে সংঘাত।

আরও জানুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো