en

চাকরির কয়েকটি সুবিধা ও অসুবিধা

উত্তর(১):- সুবিধা : ১) সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়।
২) মাস শেষে নির্দিষ্ট পরিমাণে সম্মানী পাওয়া যায়।
অসুবিধা : ১) প্রয়োজনে সবসময় ছুটি পাওয়া যায় না।
২) নির্দিষ্ট সময়ে যাওয়া আসা করতে হয়।

উত্তর(২):- চাকরি করার সুবিধাসমূহ হলঃ
১) বেতন লাভ।
২) কর্মসংস্থান সৃষ্টি।
৩) আর্থিক উন্নয়ন সাধন।
চাকরি করার আসুবিধাসমূহ হলঃ
১) ঝুঁকি বৃদ্ধি।
২) চাকরি হারানোর ভয়।
৩) আত্মবিশ্বাসের অভাব দেখা দেওয়া।

উত্তর(৩):- চাকরি ১টা নির্দিষ্ট নিয়মে বাধা। বেতনো নিদির্শ্ট থাকে।
অন্যের কথা মত কাজ করতে হয়। নিজের কোন স্বাধীনতা থাকে না।

উত্তর(৪):- চাকরির কয়েকটি সুবিধা নিন্মে তুলে ধরা হল
১. নিরাপত্তা
২. সমাজে মর্যাদা বৃদ্ধি
৩. চাকরির স্থায়ীত্ব বিদ্যমান
৪. পর্যাপ্ত বেতন ও অপ্রকৃত মজুরি প্রাপ্তি
৫. ব্যক্তিগত পেনশন, পারিবারিক পেনশন-গ্রাচুইয়িটি ইত্যাদি সুবিধা
চাকরির কয়েকটি অসুবিধা নিন্মে তুলে ধরা হল
১. সময়ের অভাব
২. ঝুকি পুর্ণ কাজে নিরাপত্তার অভাব
৩. অধিকাংশ কাজে শ্রম অনুযায়ি বেতন কম

উত্তর(৫):- সুবিধা
১.মাসে মাসে নিদিষ্ট পরিমান টাকা পাওয়া যায়।
২.সম্মানজনক পেশা
অসুবিধা
১.নিদিষ্ট সময়ে যাওয়া আসা করতে হয়
২.অনেক সময় দেখা যায় পরিশ্রমের তুলনা বেতন কম।

আরও জানুন:-

প্রশ্ন: বাংলাদেশের কয়েকটি চিনি কলের নাম ও অবস্থান

দর্শনা, চুয়াডাঙ্গা। ২) দেশবন্ধু... বিস্তারিত

প্রশ্ন: বাংলাদেশের কয়েকটি সার কারখানার নাম ও অবস্থান

চট্টগ্রাম। ২) ফেঞ্চুগঞ্জ সার... বিস্তারিত

প্রশ্ন: বাগান করার কয়েকটি উপকারী দিক

সুন্দর রাখে। ২-বাগান... বিস্তারিত

প্রশ্ন: মানুষের মৌলিক অধিকার কয়টি ও কী কী?

খাদ্য, বাসস্থান, পোশাক,... বিস্তারিত

প্রশ্ন: চট্টগ্রাম বিভাগে জেলার সংখ্যা কয়টি ও কী কী?

রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্ধরবান,... বিস্তারিত

প্রশ্ন: গাজীপুর জেলার থানার সংখ্যা কয়টি এবং কি কি?

কালিয়াকৈর, কাপাসিয়া, গাজীপুর... বিস্তারিত

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো