en

মশা তাড়ানোর সবচেয়ে সহজ ঘরোয়া এবং প্রাকৃতিক উপায় কি?

উত্তর(১):- মশা তাড়ানোর অনেক প্রাকৃতিক উপায় আছে। আমি আপনাদের সাথে মশা তাড়ানোর বেশ কয়েকটি প্রাকৃতিক উপায় শেয়ার করব -
১. লেবু কেটে ভেতরের অংশে কয়েকটি লবঙ্গ গেথে দিন এবং ঘরের কোণে রেখে দিন।
২. নারিকেল তেলের সাথে নিমের তেল মিশিয়ে শরীরে মাখুন তাহলে মশা আসবে না পাশাপাশি ত্বকের জন্যও উপকারী।
৩. একটি গ্লাসে অল্প পানি নিয়ে ৬/৭ টা পুদিনা গাছ রেখে দিন মশা দূরে থাকবে।
৪. ঘরে হলুদ বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করুন। কারন মশা হলুদ আলো পছন্দ করে না।
৫. চা পাতা অথবা নিম পাতা পোড়ান কাজে আসবে।
৬. কালো, নীল আর লাল কাপড় এড়িয়ে চলুন।
৭. শরীরে সুগন্ধি মাখুন কারন মশারা সুগন্ধ পছন্দ করে না।
৮. কেরসিন তেল এবং রসুন স্প্রে করুন উপকার পাবেন।

আরও জানুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো