en

512 Kbps বলতে কী বুঝ?

উত্তর(১):- একক সময়ে এক ডিভাইস থেকে অন্য ডিভাইস বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তরের হারকে ডেটা ট্রান্সমিশন স্পীড বলে। একে ব্যান্ডউইডথ ও বলা হয়ে থাকে যার একক Bit Per Second (bps)। 512 Kbps বলতে বোঝায় প্রতি সেকেন্ডে 512 কিলোবিট অর্থাৎ ৫১২০০০ বিট ডেটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরিত হয়।

উত্তর(২):- একক সময়ে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা স্থানান্তর হারকে ডেটা ট্রান্সমিশন স্পিড বলে। 512 kbps বলতে বোঝায় প্রতি সেকেন্ডে 512 কিলোবিট ডেটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তারিত হয়।

আরও জানুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো