en

জেরপথ্যালমিয়া রোগ বলতে কী বুঝায়?

উত্তর(১):- জেরপথ্যালমিয়া হলো চোখের রোগ।আমরা জানি,ভিটামিন A এর অভাবে রাতকানা রোগ হয়।এর অভাব দীর্ঘস্থায়ী হলে চোখের কর্নিয়ায় আলসার সৃষ্টি হয় আর এ অবস্থাকেই জেরপথ্যালমিয়া রোগ বলে।এতে ব্যক্তি পুরোপুরি অন্ধ হয়ে যায় এবং দেহের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়।

উত্তর(২):- ভিটামিন এ-এর অভাব দীর্ঘস্থায়ী হলে চোখের কর্নিয়ায় আলসার সৃষ্টি হলে সে অবস্থাকে জেরপথ্যালমিয়া বলে। এ অবস্থার সৃষ্টি হলে ব্যক্তি পুরোপুরি অন্ধ হয়ে যায়। এটি চোখের একটি মারাত্মক রোগ।

আরও জানুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো