en

ঘুষ দিয়ে চাকরি নেওয়ার হুকুম কি?

উত্তর(১):- ইসলামের দৃষ্টিতে ঘুষ দিয়ে চাকরি নেওয়া হারাম।

উত্তর(২):- ঘুষ দিয়ে চাকরি নেওয়া মানে অসদুপায় অবলম্ভন করা। সহজ কথায় এটা এক ধরনের দুর্নীতি। এই কাজ রাষ্ট্রীয় আইন এবং কুরআনের আইন উভয় জায়গায় শাস্তিযোগ্য অপরাধ। দুর্নীতি করার কারনে একজন ব্যক্তির চাকরি চলে যেতে পারে এবং প্রচলিত আইনে শাস্তির সম্মুখীন হতে পারে। তাছাড়া মৃত্যুর পর তাকে অবশ্যই আল্লাহর আদালতে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। ঘুষ দিয়ে চাকরি নেয়ার ফলে একজন অযোগ্য লোক চাকরিতে নিয়োগ পেল এবং সেই সাথে একজন যোগ্য লোককে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করলো।

আরও জানুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো