en

ধর্মীয় দিক দিয়ে কি প্রেম করা যায়?

উত্তর(১):- প্রেম করা যায় তবে বিয়ের পরে। বিয়ে করা বউয়ের সাথে অন্যের সাথে নয়।

উত্তর(২):- ধর্মীয় দিক দিয়ে প্রেম করা নিষেধ না। তবে বিবাহ পূর্ব প্রেম সম্পূর্ণ হারাম। কুরআন যেখানে নিজের রক্তের সম্পর্ক ব্যতীত অন্য কোন মহিলার দিকে তাকাতে নিষেধ করেছে সেখানে অন্য নারীর সাথে প্রেমের মত সম্পর্ক সম্পূর্ণ হারাম। ইসলাম পুরুষকে তাদের দৃষ্টি নিচের দিকে রাখতে এবং কোন অপরিচিত মহিলার উপর দৃষ্টি পড়লে বারবার না তাকানোর নির্দেশ দিয়েছে। নারীদের অন্য পুরুষের সামনে যাওয়া থেকে বিরত থাকতে এবং নিজের সৌন্দর্য ঢেকে রাখার জন্য পর্দা করার নির্দেশ দিয়েছে। তাছাড়া, বিবাহিত ব্যতীত নারী পুরুষের মেলামেশা কোন দিক দিয়েই ইসলামী জীবন বিধানের সাথে মেলে না। সুতরাং ধর্মীয় দিক দিয়ে প্রেম করা সম্পূর্ণ হারাম বা নিষেধ।

আরও জানুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো