en

রাজনীতি কাকে বলে?

উত্তর(১):- রাজনীতি মানে হচ্ছে রাজার নীতি। কোন দেশ কিভাবে চলবে, কিভাবে কোন দল বা ব্যক্তি ক্ষমতা দখল করবে এবং ক্ষমতা পাওয়ার পর কিভাবে দেশ পরিচালনা করবে তা রাজনীতি দ্বারা নির্ধারণ করা হয়ে থাকে। রাজনীতি হতে পারে ভাল কিংবা খারাপ। যে রাজনীতি জনগনের আশা আকাঙ্খা পুরন করতে সক্ষম হয় তা হচ্ছে ভাল রাজনীতি। আর যে রাজনীতি মানুষের উপর কোন ব্যক্তির ইচ্ছা জোর করে চাপিয়ে দেয় তা হচ্ছে স্বৈরতান্ত্রিক রাজনীতি।

আরও জানুন:-

প্রশ্ন: মা কাকে বলে

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো