en

শক্তির রূপান্তর কাকে বলে এবং কীভাবে রুপান্তর হয়?

উত্তর(১):- শক্তির একরূপ থেকে অন্যরূপে পরিবর্তন হওয়াকে শক্তি রূপান্তর বলে।
শক্তি তাপ শক্তি হিসেবে নির্গত হয়ে যায় । তারপর ধারাবাহিক ভাবে ব্যাক্টেরিয়া শরীরকে পচাঁনোর মাধ্যমে দেহ কে খাদ্য হিসেবে গ্রহণ করলে সেটা তার দেহে শক্তিতে রুপান্তরিত হয় । এছাড়াও মাটিতে বসবাসরত বিভিন্ন কীট দেহকে খাদ্য হিসেবে গ্রহণ করে। তাছাড়া দীর্ঘ দিন মাটিতে চাপা পড়া অবস্থায় থাকলে সেটা একসময়ে খনিজ উপাদানে পরিণত এমনকি তাতেও শক্তি সঞ্চিত থাকে।

আরও জানুন:-

প্রশ্ন: মা কাকে বলে

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো