en

ডায়রিয়া সারানোর উপায় কি

উত্তর(১):- স্যালাইন ও ডাক্তারের পরামর্শ নেয়া।

উত্তর(২):- ডায়রিয়া হলে শরীরের লবন ও পানির ভাগ কমে যায়।ঘ্ন ঘ্ন পাতলা পায়খানা হওয়ার কারনে শরীর থেকে পানি ও লবন বেরিয়ে যায় যার ফলে রোগী নেতিয়ে পড়ে।এক্ষেত্রে তাকে বার বার খাওয়ার স্যালাইন খেতে দিতে হবে।বাচ্চাদের ক্ষেত্রে বেবিজিংক দেওয়া যেতে পারে।পরবর্তী তে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিৎ।

উত্তর(৩):- ডায়রিয়া একটি পানিবাহিত রোগ এবং ঘন ঘন পায়খানায় যাওয়ার ফলে শরীরে পানি এবং লবণের শুন্যতা দেখা দেয়। সেজন্য প্রচুর পরিমানে খাবার স্যালাইন খাওয়া জরুরি। প্রাথমিক চিকিৎসার পাশাপাশি অবস্থা বুঝে হাসপাতালে ভর্তি করা দরকার।

আরও জানুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো