en

গণতন্ত্র এবং পরিবারতন্ত্রের মধ্যে পাঁচটি পার্থক্য

উত্তর(১):- গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষের সমান অধিকার থাকে কিন্তু পরিবারতান্ত্রিক অবস্থায় তা হয় না। গণতন্ত্রে মানুষ নিজের স্বাধীন মত প্রকাশ করতে পারে পরিবারতন্ত্রে সম্ভব নয়। গণতন্ত্র গণমানুষের মুক্তির কথা বলে কিন্তু পরিবারতন্ত্র কতিপয় মানুষের স্বার্থের জন্য কাজ করে। গণতান্ত্রিক পদ্ধতি চালু থাকলে মানুষের মনে সুখ থাকে কিন্তু মানুষ মত প্রকাশ করতে না পারলে মনের মধ্যে একটা চাপা কষ্ট ধারন করে যা সবার জন্যই ক্ষতিকর। গণতন্ত্র সাধারণ মানুষের উন্নয়ন করে তথা সমাজে ধনী গরিবের মধ্যে বৈষম্য দুর করে অপরদিকে পরিবারতন্ত্র বিশেষ কোন গোষ্ঠীর স্বার্থে কাজ করে যার ফলে সমাজে বৈষম্য বেড়ে যায়।

উত্তর(২):- ১ গনতান্ত্রিক সরকার জনগন দ্বারা নির্বাচিত এবং পরিবারতন্ত্র পরিবারিক ভাবে নির্বচিত
২ গনতান্ত্রিক সরকারে জনমত প্রকাশের স্বাধিনতা থাকে এবং পরিবার তন্ত্রে থাকেনা
৩ গনতান্ত্রিক ব্যাবস্হায় নির্বাচন হয়, পরিবারতন্ত্রে হয় না
৪ গনতন্ত্রে উন্নয়ন ধির গতির, পরিবার তন্ত্রে দ্রুত হয়
৫ সরকার সিদ্ধানত নিতে দেরি হয়, পরিবার তন্ত্রে সরকার দ্রুত সিদ্ধান্ত নিতে পারে

উত্তর(৩):- গণতন্ত্রঃ-
১.গণতন্ত্রের নেতা নির্বাচিত হন জনগণের ভোটের দ্বারা।
২.গণতন্ত্রের বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা এর জন্য পৃথক পৃথক দায়িত্বশীল নির্ধারিত।
৩.গণতান্ত্রিক রাষ্ট্র একটি পূর্ণ দেশ নিয়ে ঘটিত।
৪. গণতন্ত্রে বিরুধী দল থাকা জরুরী।
৫. গণতান্ত্রিক ক্ষমতার মেয়াদ নির্ধারিত।
পরিবারতন্ত্রঃ-
১. পরিবারে কর্তা নির্বাচিত হন ফ্যামেলি সদস্যদের মৌন সম্মতিতে।
২. পরিবারতন্ত্রের বিচার, আইন, শাসন ব্যবস্থা একক ব্যক্তি তথা পরিবার প্রধানের হস্তগত।
৩. পরিবারতন্ত্র কেবল একটি ফ্যামেলি সদস্যের নিয়ে ঘটিত।
৪. পরিবারতন্ত্রে বিরুধী কর্তা থাকা পরিবারের জন্য মারাত্বক ক্ষতিকর।
৫. পরিবারতন্ত্রে পরিবার প্রধানের কর্তৃত্বের মেয়াদ অনির্ধারিত।

উত্তর(৪):- ১) গনতন্ত্র হল প্রাতিষ্ঠানিক রূপ, পরিবারতন্ত্র হল পারিবারিক রূপ।
২) গনতন্ত্র দেশের চালিকা শক্তি, পরিবারতন্ত্র পরিবারের চালিকা শক্তি।
৩) রাজনৈতিক ভাবে গনতন্ত্র প্রতিষ্ঠিত হয়, পারিবারিক ভিত্তিতে পরিবারতন্ত্র গঠিত হয়।
৪) গনতন্ত্র দেশের প্রতিটি নাগরিকের অধিকার সংরক্ষন করে, পরিবারতন্ত্র পরিবারের প্রতিটি সদস্যের অধিকার সংরক্ষন করে।
৫) গনতন্ত্র দেশের সংবিধানের একটি অংশ, পরিবারতন্ত্র পবিরাবের একটি অংশ।

উত্তর(৫):- গণতন্ত্র এবং পরিবারতন্ত্রের মধ্যে পাঁচটি পার্থক্য:
১.গণতন্ত্রে পুরু জাতি জরিত কিনতু পরিবারতন্ত্রে পরিবার
২. গণতন্ত্রে সকলের মতামত নেয়া হয় কিন্তু পরিবারতন্ত্রে অনেক সময় তা হয়না
৩. গণতন্ত্রে নেতার বদল হয় কিন্তু পরিবারতন্ত্রে নেতার বদল হয়না
৪. গণতন্ত্রে সহিংসতা হয়,পরিবারতন্ত্রে সহিংসতা হয় না
৫. গণতন্ত্রে নির্বাচন হয় কিন্তু পরিবারতন্ত্রে নির্বাচন হয়না

আরও জানুন:-

প্রশ্ন: হবিগঞ্জ জেলার পাঁচটি বিখ্যাত পর্যটন স্থান

জাতীয় উদ্যান,মুক্তিযুদ্ধের স্মৃতি... বিস্তারিত

প্রশ্ন: মাটি দূষণ রোধে পাঁচটি করণীয়

ফেলা। ২) জমিতে জৈব... বিস্তারিত

প্রশ্ন: পানি দূষণ রোধে পাঁচটি করণীয়

নির্দিষ্ট জায়গায় ফেলা। ২)... বিস্তারিত

প্রশ্ন: মানুষের মৌলিক অধিকার কয়টি ও কী কী?

খাদ্য, বাসস্থান, পোশাক,... বিস্তারিত

প্রশ্ন: চট্টগ্রাম বিভাগে জেলার সংখ্যা কয়টি ও কী কী?

রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্ধরবান,... বিস্তারিত

প্রশ্ন: গাজীপুর জেলার থানার সংখ্যা কয়টি এবং কি কি?

কালিয়াকৈর, কাপাসিয়া, গাজীপুর... বিস্তারিত

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো