en

বাংলাদেশের কোন এলাকা পাহাড়ি দর্শনীয় স্থানে ভরপুর?

উত্তর(১):- বাংলাদেশের উত্তর পুরবাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে অসংখ্য মনোরম পাহাড়ি দর্শনীয় স্থান রয়েছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙ্গামাটি। তাছাড়া কক্সবাজার ও চট্টগ্রাম জেলাতেও অনেক পাহাড়ি পর্যটন স্পট রয়েছে। সিলেট বিভিগের প্রায় সবকটি জেলাতেই পাহাড়ি বনাঞ্চল রয়েছে। পাহারের ঢালে ঢালে চা বাগানের মনোরম দৃশ্য যে কারো মন ভরিয়ে দেয় এক নিমিষে।

আরও জানুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো