en

করোনা ভাইরাসের বা কোভিড ১৯ বিষয়ে পরামর্শ কি?

উত্তর(১):- করোনা ভাইরাস এর সময়ে নিরাপদে থাকুন, এন্টিবডি তৈরি হয় এমন খাবার গ্রহণ করুন। আর যদি করোনা আক্রান্ত হয়ে যান তাহলে অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করে রাখুন। অক্সিজেন সিলিন্ডার পেতে এই ঠিকানায় যোগাযোগ করুন। https://oxygencylinderdhaka.com/

উত্তর(২):- করোনা ভাইরাসের পরামর্শের আগে আমাদের জানতে হবে ভাইরাসটি কীভাবে ছড়ায়?
১. এই ভাইরাস একজনের থেকে আরেকজনের মধ্যে ছড়ায়।

২. শারীরিক ঘনিষ্ঠতা এমনকি করমর্দন থেকেও এই রোগ ছড়াতে পারে।

৩. রোগী কোন কিছু ধরার পর ভালো করে হাত না ধুয়ে চোখ, মুখ, ও নাকে হাত দিলে এই রোগ ছড়াতে পারে।

৪. হাঁচি-কাশি থেকেও এই রোগ ছড়াতে পারে।

কীভাবে প্রতিরোধ করবেন এই বিষয়ে কিছু পরামর্শ

১. রোগী কাছ থেকে কিংবা বাইরে থেকে আসার পর ভালো করে হাত ধুতে হবে।

২. নাক-মুখ ঢেকে হাঁচুন, কাশুন। বার বার নাক, মুখ ও চোখে হাত দেয়া যাবেন।

৩. ডিম, মাংস এবং শাক সবজি ভালো করে রান্না করুন। রোগীর থেকে দূরে থাকুন।

৪. নিয়মিত হাত ধুয়ে পরিচ্ছন্ন রাখুন

৫. বার বার সাবান পানি দিয়ে হাত ধুতে থাকুন।

আরও জানুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো