en

মুক্তিযুদ্ধের ১১টি সেক্টর কমান্ডারের নাম কি?

উত্তর(১):- সেক্টর ১ - মেজর জিয়াউর রহমান জুন মাস পর্যন্ত তারপর রফিক উল ইসলাম।
সেক্টর ২ - অক্টোবর পর্যন্ত মেজর মোশারফ এরপর ক্যাপ্টেন এ টি এম হায়দার।
সেক্টর ৩ - সেপ্টেম্বর পর্যন্ত মেজর কে এম সাইফুল্লাহ তারপর এ এন এম নুরুজ্জামান।
সেক্টর ৪ - মেজর চিত্তরঞ্জন দত্ত
সেক্টর ৫ - মেজর মীর শউকত আলী
সেক্টর ৬ - ওয়িং কমান্ডার এম কে বাশার
সেক্টর ৭ - জুলাই পর্যন্ত মেজর নাজমুল হক তারপর মেজর নুরুজ্জামান।
সেক্টর ৮ - আগস্ট পর্যন্ত মেজর এম এ উসমান চৌধুরি তারপর এম এ মনজুর।
সেক্টর ৯ - মেজর এম এ জলিল
সেক্টর ১০ - এম এ জি ওসমানীই এই সেক্টরের দেখাশোনা করতেন।
সেক্টর ১১ - নভেম্বর পর্যন্ত মেজর আবু তাহের তারপর ফ্লাইট লেফটেন্যান্ট হামিদুল্লাহ।

আরও জানুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো