en

আভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল চালনা কোন সেক্টরের অন্তভু‌র্ক্ত ছিল?

উত্তর(১):- মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথ এবং উপকূলীয় অঞ্চল ১০ নাম্বার সেক্টরের অধীনে ছিল। মুক্তিযুদ্ধ সঠিকভাবে পরিচালনা করার জন্য সারা দেশকে ১১ টি ভাগে ভাগ করা হয়েছিল। প্রত্যেকটা সেক্টরের জন্য একজন করে কমান্ডার এবং একটি সদর দফতর ছিল কিন্তু ১০ নং সেক্টরের কোন সদর দফতর ছিল না। যেই এলাকায় অপারেশন পরিচালনা করা হতো সেই এলাকায় মুক্তিবাহিনীর সাথে মিলে কাজ করা হতো।

আরও জানুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো