en

মুজিবনগর সরকার গঠন এবং শপথ গ্রহনের ইতিহাস কি?

উত্তর(১):- ১৯৭১ সালের ১০ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করা হয়। তখন যুদ্ধ পরিচালনা করার জন্য নিযুক্ত সামরিক বাহিনিকে মুক্তিবাহিনী নামকরন করা হয়। সারাদেশকে তিনটি ভাগে ভাগ করে তিন জন সেক্টর কমান্ডারকে তাদের দায়িত্ব অর্পণ করা হয়।

এর মধ্যে ক্যাপ্টেন নওয়াজেশ রংপুর অঞ্চল, মেজর নাজমুল হক দিনাজপুর, রাজশাহী এবং পাবনা অঞ্চল এবং মেজর জলিল বরিশাল পটুয়াখালী অঞ্চলের দায়িত্ব পান। ক্যাপ্টেন একে খন্দকারকে মুক্তিবাহিনীর চিপ অফ স্টাফ এবং এম এ জি ওসমানীকে মুক্তিবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত করা হয়।

১৭ এপ্রিল অস্থায়ী সরকারের শপথগ্রহণ করার জন্য দিন ধার্য করা হয়। সেই দিন বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মেহেরপুরের বৈদ্যনাথতলার একটি আমগাছের নিচে সাংবাদিক, বুদ্ধিজীবী, ইপিআর এবং পুলিশ সদস্যদের সামনে শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বৈদ্যনাথতলার নাম মুজিবনগর রাখা হয় এবং আম গাছকে দেশের জাতীয় বৃক্ষ হিসেবে ঘোষণা দেয়া হয়। উক্ত শপথ গ্রহণ অনুস্থানে বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সবার সামনে পরিচয় করিয়ে দেয়া হয়।

 রাষ্ট্রপতি – শেখ মুজিবুর রহমান
 ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি – সৈয়দ নজরুল ইসলাম
 প্রধানমন্ত্রী – তাজউদ্দীন আহমেদ
 পররাষ্ট্রমন্ত্রী – খন্দকার মুস্তাক আহমেদ
 স্বরাষ্ট্রমন্ত্রী – একে এম কামারুজ্জামান
 অর্থমন্ত্রী – মনসুর আলী
 সেনাপ্রধান – কর্নেল ওসমানী

আরও জানুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো