en

বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয় কেন?

উত্তর(১):- এদেশের ৮০% মানুষ কৃষি কাজের সাথে জড়িত। বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ কৃষির উপর নির্ভরশীল। এদেশের জমি বেশ উর্বর এবং চাষ করার জন্য অনেক ভালো। মূলত কৃষিকাজের মাধ্যমে অনেকেই জীবিকা নির্বাহ করে বলেই বাংলাদেশকে কৃষিপ্রধান দেশ বলা হয়।

উত্তর(২):- বাংলাদেশ কে কৃষিপ্রধান দেশ বলা হয়।কারন,এই দেশের ফসলি জমি খুব বেশি উর্বর।একি জমিতে বার বার চাষ করা সম্ভব।এছাড়া এই দেশে ধান চাষ করা হয় খুব বেশি।

উত্তর(৩):- বাংলাদেশের অধিকাংশ ভূমিই সমতল যার কারনে দেশের প্রায় ৮০ শতাংশ মানুষ কৃষি কাজের সাথে সম্পর্কিত। এই কারনে বাংলাদেশকে কৃষিপ্রধান দেশ বলা হয়।

আরও জানুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো