en

ফিলিস্তিনের রাজধানী জেরুজালেম কেন এতো আলোচিত?

উত্তর(১):- ফিলিস্তিনের রাজধানী জেরুজালেম এই কথা নিয়েই অনেক বিতর্ক আছে। মুসলিম বিশ্ব এবং আরও কিছু সচেতন দেশ জেরুজালেমকে ফিলিস্থিনের রাজধানী স্বীকৃতি দিয়েছে। কিন্তু পৃথিবীর পরাশক্তি বিশেষ করে যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের দূতাবাস পূর্ব জেরুজালেমে স্থানান্তরের ঘোষণা দিয়েছে। এর অন্যতম কারন হচ্ছে জেরুজালেম শহরটি ইসলাম, ইহুদি এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের নিকট খুবই পবিত্র। মুসলমানদের প্রথম কাবা বায়তুল মুকাদ্দাস এবং পবিত্র আল আকসা মসজিদ যেখান থেকে রাসুল (সঃ) মেরাজের উদ্দেশ্যে রওয়ানা করেছিলেন জেরুজালেমে অবস্থিত। মুসলিম অধ্যুষিত ফিলিস্থিন ভূখণ্ডে ১৯৪৮ সালে জোর করে ইহুদিবাদি ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয় এবং সেই থেকে ফিলিস্থিনি এবং ইসরাইলিদের মধ্যে সংঘাত চলে আসছে। এই লড়াই শুধু ফিলিস্থিনি এবং ইসরাইলিদের মধ্যেই নয়, এই লড়ায় যেন সমগ্র মুসলিম বিশ্বের সাথে পশ্চিমা শক্তিগুলোর সংঘাত। আর এই সঙ্ঘাতের মুলে আছে জেরুজালেম শহর। যেই জন্য জেরুজালেম শহর পৃথিবীর বিখ্যাত।

আরও জানুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো