en

প্রাথমিক পর্যায়ে ক্যান্সার নির্ণয়ে স্ক্রিনিং কী ভূমিকা রাখে?

উত্তর(১):- একজন সুস্থ ব্যক্তি যার মধ্যে ক্যানসারের লক্ষণ এখনো প্রকাশ পায়নি কিন্তু ক্যানসার হওয়ার ঝুঁকি আছে তখন ক্যানসার আছে কি না বা হতে পারে কি না এই বিষয়ে যদি পরীক্ষা-নিরীক্ষা করি তাকে স্ক্রিনিং বলা হয়।

কারো ক্যান্সার নেই তবে হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে স্ক্রিনিং করলে রোগ শুরুর আগেই বলা যায় তার ক্যান্সার হয়েছে কিনা। আগে থেকেই রোগ সনাক্ত করতে পারলে ক্যান্সার নিরাময় সম্ভব হয়।

আরও জানুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো