en

ক্যান্সারের কি কোন সুনির্দিষ্ট লক্ষণ রয়েছে? থাকলে কী?

উত্তর(১):- সাধারণত সাতটি বিষয়কে ক্যানসারের বিপদ সংকেত বা লক্ষণ বলা হয়। যেমন : খুসখুস কাশি, ভাঙ্গা কণ্ঠস্বর, সহজে যদি ঘা না শুকায়, স্তনে বা শরীরে কোথাও কোনো চাকা বা পিণ্ডের সৃষ্টি, মল ত্যাগের অভ্যাসের পরিবর্তন, ঢোক গিলতে অসুবিধা বা হজম অসুবিধা, তিল কিংবা আচিলের কোনো সূক্ষ পরিবর্তন। এই সাতটি বিপদ সংকেতের কথা সাধারণ মানুষের কাছে যদি আমরা ব্যাপকভাবে প্রচার করি তাহলে অনেক আগে থেকে ক্যানসার প্রতিরোধ করা সম্ভব।

সুত্রঃ অধ্যাপক ডা. মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন এর এনটিভির স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে প্রদত্ত সাক্ষাতকার।

আরও জানুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো