en

পাইলস রোগের কারন কি?

উত্তর(১):- পাইলস পায়ুপথের একটি রোগ। এই রোগের অন্যতম কারন হচ্ছে অস্বাস্থ্যকর খাবার। খাদ্য পরিপাকে গোলযোগ এবং পায়ু পথে বর্জ্য নিষ্কাশনে সমস্যা হলে এই রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাছাড়া, বংশগত কারনেও পাইলস রোগ হয়ে থাকে।

দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া, শাক-সবজি ও আঁশযুক্ত খাবার কম খাওয়া, পানি কম খাওয়া, অতিরিক্ত ওজন, বার্ধক্য, অতিরিক্ত ভার বহন এবং অনেক সময় ধরে বসে থাকার কারনেও পাইলস হতে পারে। তবে খাদ্য ও খাদ্যাভ্যাসই পাইলসের প্রধান কারন।

আরও জানুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো