en

বাংলাদেশের প্রথম মোবাইল কোম্পানির নাম কি?

উত্তর(১):- বাংলাদেশের প্রথম মোবাইল কোম্পানি ছিল সিটিসেল। সিটিসেল দ্য প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড এর মালিকানাধীন ছিল। সিটিসেল মোবাইলের বৈশিষ্ট্য ছিল শুধুমাত্র সিটিসেল মোবাইল দিয়েই সিটিসেল সিম ব্যবহার করা যেত। যার ফলে অন্যান্য মোবাইল কোম্পানি আসার পর সিটিসেল জনপ্রিয়তা হারাতে থাকে এবং বর্তমানে কোম্পানিটি বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে।

আরও জানুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো