en

ভাষা কি?

উত্তর(১):- মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য যে সকল অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমগ্রি ব্যবহার করে তা ই ভাষা। ভাষার পূর্বশর্ত হচ্ছে অন্যের বোধগম্য হতে হবে। তবে মুখের কথা ছাড়াও বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে ভাষার কাজ করা যায়। বিশেষ করে প্রতিবন্ধী শ্রেণীর মানুষের জন্য এই ননভারবাল ভাষা ব্যবহার করা হয়।

আরও জানুন:-

প্রশ্ন: ভাষা কি?

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো