en

ভূমিকম্প মোকাবেলায় কী কী বিষয় মনে রাখতে হবে?

উত্তর(১):- ১ মাথা ঠান্ডা রাখতে হবে
২ তাড়া হুড়া করা যাবেনা
৩ নিজ নিজ বাড়তে নিরাপদ স্হান যেমন বিম, পিলার বা শক্ত টেবিল চিহ্নিত করতে হবে
৪ জরুরি সেবাদানকারি প্রতিষ্ঠান যেমন হাসপাতাল, এম্বুলেন্স , ফায়ার সার্ভিসের সংগ্রহে রাখতে হবে

উত্তর(২):- ১) পুরোপুরি শান্ত থাকতে হবে দৌড়াদড়ি করা যাবে না।
২) বিল্ডিং ঘরের ভিমের নিচে দাঁড়াতে হবে।
৩) মাথার ওপরে বালিশ ধরে শক্ত টেবিলের নিচে বসে থাকতে হবে।

উত্তর(৩):- ভূমিকম্প মোকাবেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সচেতনতা, হঠাৎ ভূমিকম্প সশুরু হলে উঁচু ভবন থেকে দ্রুত নিচে খালি জায়গায় আশ্র‍য় গ্রহন করা, নামতে গিয়ে তারাহুড়া না করা, কম্পন শুরু হলে সরে যাওয়ার সময় না পেলে তাৎক্ষনিক বাড়ির দরজার নিচে কিংবা গ্রেটবীমের নিচে আশ্রয় নিন এছাড়াও ভারি আসবাবপত্র কিবা খাটের নিচে আশ্রয় নিতে পারেন আর গাড়িতে থাকলে গাড়ি চালানো বন্ধ করে তা অবশ্যই বাম পাশে পার্ক করে রাখুন।

উত্তর(৪):- ভূমিকম্পের সময় দিগবিদিক ছুটাছুটি না করে বিভিন্ন ভঙ্গুর অবকাঠামো থেকে সরে গিয়ে নিরাপদ জায়গায় বসে পরতে হবে।

আরও জানুন:-

প্রশ্ন: মানুষের মৌলিক অধিকার কয়টি ও কী কী?

খাদ্য, বাসস্থান, পোশাক,... বিস্তারিত

প্রশ্ন: চট্টগ্রাম বিভাগে জেলার সংখ্যা কয়টি ও কী কী?

রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্ধরবান,... বিস্তারিত

প্রশ্ন: গাজীপুর জেলার থানার সংখ্যা কয়টি এবং কি কি?

কালিয়াকৈর, কাপাসিয়া, গাজীপুর... বিস্তারিত

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো