en

ভাল রাজনীতির দশটি সুফল

উত্তর(১):- ১ দেশে দু্র্নীতি থাকবেনা
২ দেশের উন্নয়ন দ্রুত হবে
৩ শিক্ষার হার বাড়বে
৪ বেকারত্ব কমবে
৫ অবকাঠামো কমবে
৬ দরিদ্রতার হার কমবে
৭ সু শাসন নিচ্শিত হবে
৯ সরকারের প্রতি জনগনের অাস্তা বাড়বে
১০ দেশে বৈদেশিক বিনিয়গ বাড়বে

উত্তর(২):- ১-জনগনের নিরাপত্তা।
২-গনতন্ত্রের প্রতিফলন।
৩-আইনের উন্নতি।
৪-বেকার সমস্যা সমাধান।
৫-শিক্ষার উন্নতি।
৬-চিকিৎসার উন্নতি।
৭-অর্থনৈতিক উন্নতি।
৮-বৈদেশিক বানিজ্যের উন্নতি।
৯-দরিদ্রতা হ্রাস।
১০-দেশে শান্তি বিরাজমান থাকে।

উত্তর(৩):- ১.প্রতিহিংসার শিকার হয় না
২.অর্থনীতি সচল হয়
৩.দাঙ্গা-হাঙ্গামা কম হয়
৪.ব্যবসা বানিজ্য ভাল হয়
৫.সকল পরিবেশ ভালো থাকে
৬.শত্রুতা সৃষ্ট হয় না
৭.বিচার সুষ্ট
৮.সত্‍ মানুষ
৯.ন্যয়বিচার
১০.সত্‍ নেতৃত্ব বৃদ্ধি ।

উত্তর(৪):- ভাল রাজনীতির ১০টি সুফলঃ

১. ভাল রাজনীতি ভাল নেতা তৈরি করে। আর ভাল নেতা সমাজের জন্য কাজ করেন।
২. ভাল রাজনীতি দুর্নীতি রোধ করে।
৩. ভাল রাজনীতির ফলে সুষ্ট নির্বাচন করা সম্ভব হয়।
৪. ভাল রাজনীতির ফলে সমাজে শৃঙ্খলা ফিরে আসে।
৫. ভাল রাজনীতি বিচারবিভাগকে শক্তিশালী করে।
৬. ভাল রাজনীতির ফলে সাধারন মানুষের সাথে নেতার সম্পর্ক উন্নয়ন হয়।
৭. ভাল রাজনীতির ফলে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উঁচু হয়।
৮. ভাল রাজনীতি একটি দেশে ভাল সরকার ঘটনে সাহায্য করে।
৯. ভাল রাজনীতি চর্চা করলে প্রশাসনিক কাজ তরান্বিত হয়।
১০. ভাল রাজনীতি ভাল সমাজ ঘটনে সুদূরপ্রসারী ভূমিকা পালন করে।

আরও জানুন:-

প্রশ্ন: মাদারীপুর জেলার দশটি বিখ্যাত দর্শনীয় স্থান

অবস্থিত। মাদারীপুরের দর্শনীয়... বিস্তারিত

প্রশ্ন: মানুষের মৌলিক অধিকার কয়টি ও কী কী?

খাদ্য, বাসস্থান, পোশাক,... বিস্তারিত

প্রশ্ন: চট্টগ্রাম বিভাগে জেলার সংখ্যা কয়টি ও কী কী?

রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্ধরবান,... বিস্তারিত

প্রশ্ন: গাজীপুর জেলার থানার সংখ্যা কয়টি এবং কি কি?

কালিয়াকৈর, কাপাসিয়া, গাজীপুর... বিস্তারিত

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো