en

বাংলাদেশের অর্থনীতিতে কৃষির অবদান

উত্তর(১):- ১) বাংলাদেশে জাতীয় অর্থনীতির শতকরা প্রায় ২০ ভাগ আসে কৃষি থেকে।
২) জনসংখ্যার শতকরা প্রায় ৮০ ভাগ কৃষির মাধ্যমে জীবিকা নির্বাহ করে।
৩) দেশের চাহিদা পূরণ করে ও বিদেশে রপ্তানি করা হয়।

উত্তর(২):- বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বাংলাদেশের ৮০% মানুষ প্রত্যক্ষ-পরোক্ষ ভাবে কৃষির উপর নির্ভরশীল। দেশে উত্‍পাদিত পন্য, দেশের চাহিদা মিটিয়ে বিদেশে ও রপ্তানি করা হয়। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এই কৃষি পণ্য দিয়ে।

উত্তর(৩):- বাংলাদেশ একটি কৃষি প্রধানদেশ , বাংলাদশের আর্থনীতিতে কৃষি এক বিরাট ভুমিকা রাখতে পারে , কৃষকেরা ভালো উত্‍পাদনশীল ফলল আবাদ করলে আমরা তা দিয়ে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি আমরা বৈদেশিক মূদ্রা অর্জন করে দেশের অর্থনীতিতে কার্যকারি ভুমিকা পালন করতে পারি এবং সাফল্যের সাথে করছি

উত্তর(৪):- ১ বাংলাদেশে ২ ধরনের কৃষিজ দ্রব্য যথা - খাদ্য জাতীয় ও অথকরী কৃষিজ দ্রব্য রয়েছে। ২ ধান, গম, ভুট্টা, আলু,মসলা বাংলাদেশের প্রধান খাদ্য জাতীয় কৃষি দ্রব্য। ৩ বাংলাদেশের অথকরী কৃষিদ্রব্য গুলো হল : পাট, চা, তামাক ইত্যাদি। ৪ এগুলো বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অজন করা হতে। ৫ মোট জাতীয় আয়ে কৃষির অবদান প্রায় ৪৪%।

উত্তর(৫):- যে সমস্ত দেশ (পশ্চিমা দেশ) অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করেছে সব অর্থনীতির একই ধরনের কাঠামো ছিল। প্রথম দিকে অর্থনীতি ছিল কৃষিনির্ভর, তারপর শিল্পের দিকে যাত্রা করেছে। বিশেষ করে শিল্পের অগ্রগতির শুরুটা আবার বস্ত্র খাতের উন্নতি দিয়ে হয়। যেমন ইংল্যান্ডে হয়েছিল। বাংলাদেশও সেই পথেই যাচ্ছে।

আরও জানুন:-

প্রশ্ন: বাংলাদেশের দশটি জনপ্রিয় বেসরকারী ব্যংকের নাম

ব্যাংক,মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক,মার্কেন্টাইল... বিস্তারিত

প্রশ্ন: বাংলাদেশের দশটি প্রধান স্থল বন্দর

স্থলবন্দর ৪ কসবা স্থলবন্দর ৫... বিস্তারিত

প্রশ্ন: মানুষের মৌলিক অধিকার কয়টি ও কী কী?

খাদ্য, বাসস্থান, পোশাক,... বিস্তারিত

প্রশ্ন: চট্টগ্রাম বিভাগে জেলার সংখ্যা কয়টি ও কী কী?

রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্ধরবান,... বিস্তারিত

প্রশ্ন: গাজীপুর জেলার থানার সংখ্যা কয়টি এবং কি কি?

কালিয়াকৈর, কাপাসিয়া, গাজীপুর... বিস্তারিত

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো