en

বাড়িতে কিভাবে নিরাপদে থাকা যায়?

উত্তর(১):- ১) প্রয়োজন শেষে গ্যাসের চুলা ও বিভিন্ন ইলেকট্রিক সামগ্রী বন্ধ রাখা।
২) বাড়িতে দা, বটি, ছুরি ইত্যাদি ধারালো জিনিস সাবধানে রাখা।
৩) বিভিন্ন কীটনাশক ঔষধ বোতলের গায়ে স্পষ্ট করে লিখে শিশুদের নাগালের বাইরে রাখা।

উত্তর(২):- ১ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে
২ বাড়ির অাশে পাশের ঝোপ ঝাপ রাখা যাবেনা
৩ বিদ্যুৎ ব্যাবহারে সচেতন হতে হবে
৪ গ্যাস ব্যাবহারের পর সুইচ অব্যশই বন্ধ করতে হবে

উত্তর(৩):- বাড়িতে নিরাপদ থাকতে হলে- ঘুমানোর আগে আগে অবশ্যই ঘরের লকার এবং ঘরের প্রবেশদ্বার ভালো ভাবে বন্ধ হয়েহে কিনা তা দেখতে হবে এবং গ্যাসের চুলা বন্ধ করতে হবে।

উত্তর(৪):- বাড়িতে নিরাপদ থাকার তিনটি উপায় -
১) বলবান , স্বাস্থ্যবান, বিশ্বাসী কাজের লোক রাখতে পারেন।
২) বাড়িতে দুই একটা ভালো শিকারী কুকুর রাখতে পারেন।
৩) বাড়িতে কিছু সিসি ক্যামেরা রাখতে পারেন।

আরও জানুন:-

প্রশ্ন: রাস্তায় কিভাবে নিরাপদে থাকা যায়?

হাঁটা। ২) রাস্তা পার... বিস্তারিত

প্রশ্ন: এখানে কিভাবে ইনকাম করব?

উত্তর দিয়ে পয়েন্ট... বিস্তারিত

প্রশ্ন: কিভাবে পরীক্ষাতে ভাল ফলাফল করতে পারি?

প্রতিদিনের পড়া প্রতিদিন... বিস্তারিত

প্রশ্ন: মানুষের মৌলিক অধিকার কয়টি ও কী কী?

খাদ্য, বাসস্থান, পোশাক,... বিস্তারিত

প্রশ্ন: চট্টগ্রাম বিভাগে জেলার সংখ্যা কয়টি ও কী কী?

রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্ধরবান,... বিস্তারিত

প্রশ্ন: গাজীপুর জেলার থানার সংখ্যা কয়টি এবং কি কি?

কালিয়াকৈর, কাপাসিয়া, গাজীপুর... বিস্তারিত

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো