en

হাত ধোয়ার সঠিক নিয়ম

উত্তর(১):- ১. প্রথমে পরিষ্কার পানি দিয়ে হাত ভিজিয়ে নিয়ে সাবান লাগান।
২. দুই হাত জোরে জোরে ঘষুন। আঙ্গুলগুলো পরস্পরের ভেতরে ঢুকে থাকবে।
৩. ডান হাতের তালু অপর হাতের পিঠে ঘষুন। তারপর করুন উল্টোটা।
৪. দুই হাতের পিঠ পরস্পরের সাথে ঘষুন।
৫. কবজি অবধি পরিষ্কার করুন ও নখের তলা পরিষ্কার করুন।
৬. শেষে ভালভাবে ধুয়ে, তোয়ালে বা টিস্যু দিয়ে মুছে নিন।

উত্তর(২):- ১) দুই হাত পানিতে ভিজানো।
২) সাবান লাগানো।
৩) ২৫- ৩০ সেকেন্ড সাবান দিয়ে দুই হাত ঘঁষা।
৪) পরিষ্কার পানি দিয়ে হাত ধুয়া।
৫) এরপর পরিষ্কার কাপড় দিয়ে হাত গুলো মুছে ফেলা।

উত্তর(৩):- ১ প্রথমে পানি দিয়ে হাত ভেজাতে হবে
২ তার পর হাতে সাবান মেখে ফেনা করতে হবে
৩ ফেনা দিয়ে হাতেের অাঙ্গুল ভালো ভাবে পরিষ্কার করতে হবে
৪ বুড়ো অাঙ্গুলের গুড়ো এবং কবজি ভালো ভাবে ঘষতে হবে প্রায় ১৫ সেকেন্ড
৫ তারপর ট্যাপের প্রবাহমান পানি দিয়ে ভালো ভাবে ধৌত করতে হবে

উত্তর(৪):- হাত ধোয়ার সময় সাবান ব্যবহার করতে হবে। কব্জি পর্যন্ত হাত ধুতে হবে। নখের নিচে যেন ময়লা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। উভয় হাত ভালো করে পরিষ্কার করতে হবে।

আরও জানুন:-

প্রশ্ন: মানুষের মৌলিক অধিকার কয়টি ও কী কী?

খাদ্য, বাসস্থান, পোশাক,... বিস্তারিত

প্রশ্ন: চট্টগ্রাম বিভাগে জেলার সংখ্যা কয়টি ও কী কী?

রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্ধরবান,... বিস্তারিত

প্রশ্ন: গাজীপুর জেলার থানার সংখ্যা কয়টি এবং কি কি?

কালিয়াকৈর, কাপাসিয়া, গাজীপুর... বিস্তারিত

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো